অংশগ্রহণের ক্যাটাগরি
বিভাগ ১ (জুনিয়র এক্সপ্লোরার): ৬ষ্ঠ – ৮ম শ্রেণি
বিভাগ ২ (ইয়াং ট্রাভেলার): ৯ম – দ্বাদশ শ্রেণি
বিভাগ ৩ (ফিউচার পাথফাইন্ডার): বিশ্ববিদ্যালয় পর্যায়
বি.দ্র. বয়সসীমা অনুযায়ী বিভাগ নির্বাচন বাধ্যতামূলক।
রেজিস্ট্রেশন ফি ও পেমেন্ট
ফি: মাত্র ৯৯ টাকা (এককালীন, পরবর্তী কোনো রাউন্ডে ফি লাগবে না)।
পেমেন্ট মাধ্যম: বিকাশ, নগদ, রকেট বা অনলাইন গেটওয়ে (tickify)
রেজিস্ট্রেশনের সময় সঠিক মোবাইল নম্বর ও ট্রান্স্যাকশন আইডি প্রয়োজন হবে।
রেজিস্ট্রেশন ফর্মে যে সকল তথ্য প্রদান হবে-
শিক্ষার্থীর পূর্ণ নাম (বাংলা ও ইংরেজি), শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, শ্রেণি ও বিভাগ, জন্মতারিখ ও বর্তমান বয়স, যোগাযোগের নম্বর (শিক্ষার্থী বা অভিভাবকের), ইমেইল (যদি থাকে), বর্তমান ও স্থায়ী ঠিকানা, পেমেন্ট তথ্য (Transaction ID) ইত্যাদি
রেজিস্ট্রেশন পরবর্তী কনফার্মেশন
রেজিস্ট্রেশনের ২৪–৪৮ ঘণ্টার মধ্যে SMS/Email-এর মাধ্যমে প্রতিযোগীর চার ইউনিক আইডি নম্বর, প্রয়োজনীয় গাইডলাইন ও সিলেবাস লিংক পাঠানো হবে
বি.দ্র. আপনি যদি SMS না পান, তাহলে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন।
অংশগ্রহণের নিয়মাবলি ও সিলেবাস
অংশগ্রহনের নিয়মাবলি ও বিস্তারিত জানতে ক্লিক করুন_ Guideline
সিলেবাস ও প্রস্তুতির জন্য রেফারেন্স আরটিক্যাল পড়ুন_ Reference Article
সহযোগিতার জন্য যোগাযোগ করুন-
আপনার ক্যাম্পাস/জেলা প্রতিনিধির সাথে। এম্বাসেডর তালিকা
হেল্পলাইন: ০১৬০০৮৯১২৩৩
Email: nto.visitbangla@gmail.com
ফেসবুক পেইজ: fb.com/national tourism olympiad
বিশেষ দ্রষ্টব্যঃ অলিম্পিয়াড প্রতিনিধি হিসেবে যোগ দিতে এখানে ক্লিক করুন